শার্শায় গাঁজা সহ ১নারী আটক।


দ্যা সিলেট পোস্ট প্রকাশের সময় : এপ্রিল ১, ২০২৪, ৮:০৮ অপরাহ্ন /
শার্শায় গাঁজা সহ ১নারী আটক।

আঃজলিল,স্টাফ রিপোর্টার:—

যশোরের শার্শার উপজেলার লক্ষনপুর ইউনিয়নের হরিনাপোতা গ্রামের একটি টয়লেটের সেফটিক ট্যাংকির ভেতরে মিললো ৩৮ কেজি গাঁজা।

অতঃপর এই ঘটনায় আয়না মতি (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার ইং১ এপ্রিল ২০২৪ ভোররাতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এ গাঁজা উদ্ধার করে।

শার্শার গোড়পাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সালাউদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের হরিণাপোতা পূর্বপাড়া গ্রামের মুনসুর হোসেনের বসতবাড়িতে বিপুল পরিমাণ গাঁজা মজুত রয়েছে।

তাহারি ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বাড়ির পেছনে টয়লেটের সেফটিক ট্যাংকির মধ্যে গাঁজার একটি চালানের খোজ পায়। তারা টয়লেটের সেফটিক ট্যাংকির নিচে থেকে প্লাস্টিকের দুটি ড্রামে ভর্তি ৩৮ কেজি গাঁজা উদ্ধার করে।

এই গাঁজার ব্যবসার সাথে জড়িত থাকায় আয়না মতি (৪০) নামে এক নারী কারবারীকে আটক করে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল আলীমের স্ত্রী। এ ঘটনায় মাদক দ্রব্য আইনে শার্শা থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে ।