নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।
হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিজয়ী আলেয়া আক্তার এর ফল গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার (২০ মার্চ) নির্বাচন কমিশন সচিবালয় এক গেজেট বিজ্ঞপ্তিতে নির্বাচিত প্রার্থী আলেয়া আক্তার এর নাম ঠিকানা প্রকাশ করে। পরবর্তী তারিখ নির্ধারণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে শপথ পাঠ করাবেন। নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাইদুর রহমান বুধবার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ৯ মার্চ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এর সহধর্মিনী আলেয়া আক্তার নির্বাচিত হন।
মন্তব্য করুন