পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
পঞ্চগড়ের জেলা তেঁতুলিয়া উপজেলায় ভজনপুর সীমান্তে অবৈধ পথে আসা চোরাই ভারতীয় ২ টি গরু প্রকাশ্য ভাবে নিলাম ডাকে বিক্রি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ মার্চ ) দুপুরে মডেল থানায় চত্বরে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলাম ৪০ জন ব্যবসাহী অংশ নেয় ভ্যাটসহ ৩৬ হাজার হাজার টাকায় গরুগুলো বিক্রি হয়। নিলামে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার ১৮ বিজিবির ব্যাটালিয়নের তেতুলিৃযা বিজিবির কোম্পানি কমান্ডার মোঃ মুনায়েম হোসেন
জেলার শুল্ক গুদাম কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, সহকারী কমিশনার( ভুমি) মাহবুবুল হাসান তেতুলিয়া মডেল থানা ওসি সুজয় কুমার রায়, এসআই মোঃ ফরিদুল, ভজনপুর বিজিবির ক্যাম্পের কমান্ডার সবুর হেসেন প্রমুখ। স্থানিয় সূত্রে জানা যায়, ভারতীয় গরুর প্রকাশ্য নিলামে ৪০ জন গরু ব্যবসায়ী অংশ নেয়। এদের সদর উপজেলার মমিন পাড়া গ্রামের মোঃ তৌহিদ হাসান তুহিন নামে একজন গরু ব্যবসায়ী সর্বোচ্চ দর ভ্যাট বাদ রেখে ৩৬ হাজার টাকা ডেকে তিনি ক্রয় করেন।
প্রসঙ্গত, গত ১৫ ফেব্রয়ারী রাতে তেঁতুলিয়ায় সীমান্ত থেকে ২ টি ভারতীয় চোরাই গরু বিজিবি উদ্ধার হয় বলে জানাযায়। এব্যাপারে তেতুলিয়া মডেল থানা ওসি সুজয় কুমার রায় এ প্রতিবেদকে- জানান, ২ টি গরু নিলামের খবরটি নিশ্চিত করেছে।
মন্তব্য করুন