পঞ্চগড় জেলা প্রতিনিধি- খাদেমুল ইসলাম
পঞ্চগড় জেলায় তেতুলিয়ায় উপজেলায় ২ নং তিরনই হাট ইউনিয়নের বকশিপাড়া এবং তেতুলিয়া থানাধীন ৬নং ভজনপুর ইউপিস্থ ভাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা মোঃ মহির উদ্দিন পিতা মো : জমার উদ্দিন ডাকঘর ভজনপুর থানা তেতুলিয়া জেলা পঞ্চগড় এর বসতবাড়ির রান্নাঘর সংলগ্ন খড়ির ঘর হতে আগুনের সূত্রপাত হয়ে রান্নাঘর /গোয়ালঘর আগুনে পুড়ে যায়।
খবর পেয়ে তেতুলিয়া ফায়ার সার্ভিস এবং পঞ্চগড় সদর ফায়ার সার্ভিস এর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে । ক্ষয়ক্ষতির পরিমাণ : তিনটি ঘর যাহার আনুমানিক মূল্য ১২০০০০ টাকা। জানমালের কোন ক্ষয়ক্ষতি হয়নি। অপর দিকে ২ নংতিরনই হাট ইউপির অন্তর্গত বকশিপাড়ায় গ্রামের বাসিন্দা মজিবর( ৫০)নামে এক দিনমুজুরের বসত বাড়িতে আগুন লেগে ঘর, গরু পুড়েছে । আগুনের সুত্র পাতের খবর পেয়ে বরিবার সন্ধা রাতে ক্ষতি গ্রুস্থ এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন এবং তেতুলিয়া উপজেলা প্রশাসন ইউএনও মোঃ ফজলে রাব্বি। রবিবার (১০ মার্চ ) তিরনই হাট ইউনিয়নের বকশিপাড়া গ্রামের দিনমজুর মজিবর রহমানের ৩টি বসত ঘর এবং ৭টি গবাদী পশু গরু সহ প্রয়োজনীয় জিনিস পত্র আগুনে পুড়ে যায়।
এ ব্যাপারে তেতুলিয়ায় উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহরাব আলী বলেন অসাবধান বসত আগুন লেগে যায়, রবিবার সন্ধার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিস দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার।
তিনি জানান, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তেতুলিয়ার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করেছে। তবুও তাৎক্ষনে আগুনে পুরে যায় বসত ঘর এবং গবাদী পশু।
এ ঘটনায় -তাৎক্ষনিক খবর পেয়ে ক্ষতিগ্রুস্থ আগুনে পুরা বসত ঘর পরিদর্শন করেছে তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে রাব্বি। তিনি সে সময়ে আগুনে ক্ষতিগ্রুস্থ দিনমুজুর পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ অর্থ সহযোগিতা প্রদান করেন ।
মন্তব্য করুন