স্টাফ রিপোর্ট :
কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ড.আব্দুস শহীদ এমপি বলেছেন,আমরা জানি বিভিন্ন সিন্ডিকেট করে জিনিসপত্রের দাম বৃদ্ধি করা হয়। এই সিন্ডিকেট ভাঙার জন্য বিভিন্ন পদ্ধতি আমরা খুঁজে বের করার চেষ্টা করছি সিন্ডিকেট ভাঙার ব্যাপারে কোনো ভয় নেই। ইনশাআল্লাহ আমরা খুব তাড়াতাড়ি সিন্ডিকেট ভেঙে দেব।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ-সদস্য। তিনি ১৯৯১ থেকে টানা সাতবার এ আসনে সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন।
তিনি বলেন, কৃষি মন্ত্রণালয় অনেক বড় মন্ত্রণালয়, গ্রামে-গঞ্জে একেবারে প্রান্তিক পর্যায়ে এই মন্ত্রণালয়ের কর্মকর্তা রয়েছেন। তাই কৃষকরা যে কোনো সময় আমাদের কাছে আসতে পারেন। আমাদের দুয়ার কৃষকদের জন্য সব সময় খোলা রয়েছে। আপনারা মনে করতে পারেন আমি এখন মন্ত্রী হয়েছি হয়তো আপনারা দূরে সরে যেতে পারেন, কিন্তু আমাকে আপনারা সেই আগের আব্দুস শহীদই মনে করবেন।
শ্রীমঙ্গল জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ এক সংবর্ধনায় তিনি অংশ গ্রহণ করেন।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেবুলের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, মৌলভীবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক মিন্টু, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মোসাদ্দেক আহমদ মানিক, ইমতিয়াজ আহমদ বুলবুল, ইফতেখার আহমদ বদরুল প্রমুখ।
এর আগে মন্ত্রীকে সাতগাঁও মুসাই এলাকায় বরণ করে নেন নেতাকর্মীরা।
মন্তব্য করুন