দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ১০৬ ভোটকেন্দ্রের মধ্যে ২৭ কেন্দ্রকে ঝুকিপুর্ণ, ১৩ কেন্দ্রকে অতি ঝুকিপুর্ণ আর বাকী ৬৬ কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে তালিকা প্রস্তুত করেছে বানিয়াচং পুলিশ প্রশাসন। এসব ভোটকেন্দ্রে নির্বাচন সুষ্টু করার লক্ষ্যে ঝুকিপুর্ণ ও অতি ঝুকিপুর্ণ কেন্দ্রে অফিসার ও ফোর্স মোতায়েনের প্রয়োজন মর্মে জেলা পুলিশ সুপার, ডিএসবি বরাবর তালিকা প্রেরণ করেছেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ। গত মাসের ১৪ তারিখে স্বারক নং-ডিএসবি/৫১৩৯ সুত্রে এই তালিকা প্রেরণ করেন তিনি।
ঝুকিপুর্ণ কেন্দ্রগুলো হল– বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের দত্তপাড়া বন্যা আশ্রয়কেন্দ্র। মোট ভোটার রয়েছে ২৯৮০জন। আইডিয়াল কলেজ। মোট ভোটার ২৮২৮ জন। ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের চৌধুরীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ৪০৮৪ জন।
পুরাণবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ৩৯৬৬ জন। বানিয়াচং ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের বনমথুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ২৮৫০জন। তারাসই সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার রয়েছে ১৭২৯ জন। শরীফখানী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ৩৭০৫ জন।৭নং বরইউপি ইউনিয়নের দাউদপুুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ১৭৯৮ জন। ৮নং খাগাউড়া ইউনিয়নের জামিয়া ইসলামিয়া ফয়েজে আম মাদ্রাসা। মোট ভোটার ১৭৪২ জন। একই ইউনিয়নের হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ২৯১৯ জন। ৯নং পুকড়া ইউনিয়নের সিকান্দারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ২৫০৬ জন। একই ইউনিয়নের কবিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ২৪৬৮ জন।
১০নং সুবিদপুর ইউনিয়নের আতুকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ২৯৯৫ জন। একই ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যাল। মোট ভোটার ৯৪০ জন। প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটার ১১৫৮ জন। ১১নং মক্রমপুর ইউনিয়নের মক্রমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটার ২৫২৮জন। একই ইউনিয়নের হিয়ালা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ২৭৫৬জন। শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ১৪৮৯জন।
নোয়া পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটার ২৮৫২জন। মাহতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটার সংখ্যা ২৬৫৯ জন। কেন্দুয়াবহ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটার সংখ্যা ১৪৮৫ জন। দক্ষিণ সাঙ্গর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটার ২১৩২ জন। ১৩ নং মন্দরি ইউনিয়নের রাজনগর দুলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটার সংখ্যা ১৪৬৫ জন। ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রে ভোটার সংখ্যা ১৯৬৯ জন।
একই ইউনিয়নের বিথঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটার ২০৭০জন। কুমড়ি দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটার সংখ্যা ১৪৮৭জন। পৈলারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়। মোট ভোটার ৩০০১ জন।
অতিঝুকিপুর্ণ কেন্দ্রগুলো হল-বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয়,মীরমহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়,জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,জামেয়া রেদুয়ানিয়া দাখিল মাদ্রাসা,গরীব হোসেন মহল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাতুকর্ণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,ডাক্তার ইলিয়াছ একাডেমি,যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাসিয়াপাড়া মাদ্রাসা, করচা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কদুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দড়ওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গিরিশগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুর বরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইকরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,হযরত শাহাজালাল রা: উচ্চ বিদ্যালয় ও মন্দরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।বাকি ৬৬ কেন্দ্রকে সাধারণ কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে।
এই বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন জানান, ঝুকিপুর্ণ কেন্দ্রগুলোর আমরা একটা খসড়া তালিকা তৈরী করেছি। এই তালিকা জেলা পুলিশ সুপার ও ডিএসবি’র বরাবর পাঠানো হয়েছে তবে এখনো চুড়ান্ত হয়নি।
নির্বাচন কমিশন ঘোষিত তপসিল অনুযায়ী সারা দেশের ন্যায় আগামী ৭ জানুয়ারি রোজ রবিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বানিয়াচং উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৭৩ হাজার ৮শ ৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৮ হাজার ৩শ ১১ জন। আর নারী ভোটার সংখ্যা ১লাখ ৩৫ হাজার ৫শ ৪১ জন।
ReplyForward |
মন্তব্য করুন