পঞ্চগড় জেলা প্রতিনিধি- খাদেমুল ইসলাম-
পঞ্চগড় -১ তেতুলিয়া, পঞ্চগড় সদর, আটোয়ারী উপজেলা নিয়ে নির্বাচনীয় আসন। পঞ্চগড় -১ এ আসনেআ.লীগেরনির্বাচনী জনসভা চৌরাস্তা বাজারে মঙ্গলবার( ২ জানুয়ারী)বিকালে অনুষ্ঠিত হয়েছে। এ জনসভায়দুপুরের পর থেকে পায়ে হেটে এবং বিভিন্ন ছোট ছোট যানবাহনে করে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা জনসভা স্থলে আসতে শুরু করেন। বিকেলের দিকে হাজার হাজার জনতায় তেতুলিয়ায় চৌরাস্তা বাজারে কানায় কানায় পূর্ন হয়।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা বলেছেন, দেশজননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নতির চরম শিখরে পৌচেছে তাই মুক্তিযোদ্ধা চেতনায় জনসাধারনের কাছে ভোট ভিক্ষা প্রার্থনা করেন।
জনসভায় বিশেষ অতিথিরা জানান, নাইমুজ্জামান মুক্তাকে এবার আওয়ামী লীগের নৌকার বিজয় নিশ্চিত হবে বলে আশাবাদ ব্যাক্ত করেন বক্তারা।
পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান একটি শক্ত হাতে নৌকার পাল তুলে দেওয়ার জন্য। ৭ জানুয়ারি তারা দেখিয়ে দেবে কিভাবে নৌকার বিজয় হয় ।নৌকার পক্ষে ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বিজয়ী ঘোষণা করবেন ।
তেতুলিয়ায় আ:লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডলএর সভাপতিত্বে প্রধান অতিথি পঞ্চগড় -২ আসনের এমপি ও জেলা আ:লীগের সভাপতি রেল মন্ত্রি নুরুল ইসলাম সুজন,বিশেষ অতিথি হিসেবে আ:লীগপ্রার্থীপঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক জনপ্রেক্ষিত কর্মকর্তা নাইমুজ্জামান মুক্তা , অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে তেতুলিয়া নির্বাচন পরিচালনা কমিটির কো চেয়ারম্যান কেন্দীয় কৃষকলীগ কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন,সাবেক সংসদ সদস্য মোছা; ফরিদা আক্তার হিরা, আলী,আ:লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ ইয়াসিন আলী মন্ডল, জেলা আ:লীগের ভারপ্রাপ্ত সম্পাাদক আবু সারোয়ার বকুল, জেলা আ:লীগ নেতা আইন বিষয়ক সম্পাাদক এ্যাড আবু বক্কর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,জেলা সহ সভাপতি আবু তোয়াবুর রহমান থানা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, সহ সভাপতি জুলফিকার আলী,জুয়েল, তেতুলিয়া আ:লীগ সহ সভাপতি আব্দুল রাজ্জাক,আ:লীগের যুগ্ন সম্পাাদক সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল বাছেত,তেতুলিয়া যুবলীগের যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম,সেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী, ,যুগ্ন সম্পাাদক আতাউর রহমান,মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল
সহ নেতা কর্মী সমর্থকরা।
জেলা ও উপজেলা বিভিন্ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও তার অঙ্গসংগঠনের নেতারা এ জনসভায় বক্তব্য দেন।
মন্তব্য করুন