তৌহিদ চৌধুরী প্রদীপ, জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি :
সুনামগঞ্জের জামালগঞ্জে ৫৩ তম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গল বার দুপুরে জামালগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বংলাদেশ এর উদ্যোগে জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট (সিএমপি) মোঃ মোশারফ হোসেন।
সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক অবসরপ্রাপ্ত কর্পোরাল (ইঞ্জিনিয়ার্স) মো: মজনু মিয়া’র সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত করেন সেনাপুত্র হাফেজ মো: মাহদী হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার গোলাম কিবরিয়া স্বপন, অবসরপ্রাপ্ত কর্পোরাল (সিগনাল্স) মো: হারিছ উদ্দিন, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি সংবাদকর্মী তৌহিদ চৌধুরী প্রদীপ।
উপস্থিত ছিলেন, সার্জেন্ট আলমগীর কবির (অব:), সার্জেন্ট আইয়ূব আলী(অব:), সার্জেন্ট শরীফ উদ্দিন(অব:), সার্জেন্ট আলমগীর সরকার (অব:), সার্জেন্ট মো: নিজাম উদ্দিন (অব:) কর্পোরাল মো: জামিল উদ্দিন (অব:), ল্যান্স কর্পোরাল মো: নজরুল ইসলাম (অব:), সৈনিক মো: হাসান চৌধুরী (অব:) প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের এই দিনে সেনা, নৌ ও বিমান বাহিনী সম্মিলিত ভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণ শুরু করে। আশির দশকের মাঝামাঝি থেকে ২১ নভেম্বরকে সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। যথাযথ মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই দিবসটি পালনে সকল সেনানিবাস ও সেনাকুঞ্জে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যবৃন্দ অতীতের মত আগামীতেও দেশমাতৃকার রক্ষায়, দেশের সার্বিক কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে আনন্দঘন পরিবেশে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের সদস্যদের মাঝে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন