যুক্তরাজ্য প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৩ খ্রি অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পার্লামেন্টারি ইউনিয়নে (পিইউআইসি) বাংলাদেশের প্রতিনিধি মো: আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশ ইসরাইলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চালানো হত্যাযজ্ঞের সম্পূর্ণ বিরোধী। তিনি বলেন, বাংলার জনগণ ফিলিস্তিন ভাই-বোনদের পাশে আছে।
অ্যাঙ্গোলার লুয়ান্ডাতে অনুষ্ঠিত ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর পার্লামেন্টারি ইউনিয়নে (পিইউআইসি) বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে আজ তিনি এসব কথা বলেন।
মো: আব্দুস শহীদ এমপি বলেন, বাংলাদেশ ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশের জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করেছে এবং সারাদেশেও জাতীয় শোক পালন করা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমগ্র বাংলাদেশীদের সাথে এক জাতি হিসেবে ফিলিস্তিনের জনগণের প্রতি ভালোবাসা, সমর্থন ও সংহতি প্রকাশ করছেন। বাংলাদেশে মুসলিম বিশ্বের জন্য সংহতি ও শান্তি কামনা জন্য প্রার্থনারও আয়োজন করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে ফিলিস্তিনের জনগণের জন্য জরুরী জীবন রক্ষা সরঞ্জামও পাঠানো হয়েছে।
এ অনুষ্ঠানে প্রতিনিধি দলের দলনেতা অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ড. মোঃ আব্দুস শহীদ, এমপি মহোদয়ের পাশাপাশি জনাব সেলিম আলতাফ জর্জ এমপি, জনাব কাজী ফিরোজ রশীদ এমপি, জনাব জাকিয়া পারভীন খানম এমপি, জনাব ফেরদৌসী ইসলাম এমপি এবং জনাব এ. কে. এম. জি. কিবরিয়া মজুমদার (যুগ্মসচিব) সহ বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সি /পো-
স্বাক্ষরিত-আহাদ মোঃ সাঈদ হায়দার সভাপতি মহোদয়ের একান্ত সচিব অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ।
মন্তব্য করুন