যুক্তরাজ্য প্রতিনিধি
গত ২০শে অক্টোবর জুবিলী স্পোর্টস এন্ড কমিনিউটি লেইজার সেন্টার, ২২ ল্যান্সফিল্ড স্ট্রিট, ডব্লিউ টেন ফোর এন জেড এ বৃহৎ পরিসরে পবিত্র জুম্মার নামাজের উদ্ভোধন উপলক্ষে কমিউনীটির কাজের স্বীকৃতি স্বরূপ সিটি অফ ওয়েস্টমিন্সটার কাউন্সিলের সিটি ইন্সপেক্টর নুনু রিস, বালি মুহাম্মদ, আশিক আলী, সিটি অফ ওয়েস্টমিনস্টার কাউন্সিলের মার্শাল ম্যানেজার শেইখ চাঁদ, জুবিলী স্পোর্টস সেন্টারের ম্যানেজার ম্যাথিউ কে সম্মাননা প্রদান করেন সিটি অফ ওয়েস্টমিন্সটার কাউন্সিলের সাবেক লর্ড মেয়র ২০২২-২৩ কাউন্সিলর হামজা তাওজাল ও মসজিদের চেয়ারম্যান জনাব শামসু মিয়া সাহেব।
ইমাম জনাব আব্দুস শহীদ সাহেব পবিত্র জুম্মার নামাজ ও বয়ান পেশ করেন। সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কাজী ফয়সল, সুজন মিয়া, আমিন মিয়া তদারকির দায়ীত্ব পালন করেন, কমিউনিটির বৃহৎ নামাজের লাইভ কভার করেন জনাব নুরু আমিন।
মসজিদের সাধারণ সম্পাদক ও সিটি অফ ওয়েস্টমিনস্টার কাউন্সিলের সিনিয়র মার্শাল প্রকৌশলী এ বি সিদ্দিক তুহিন
কাউন্সিলের উচ্চ পর্যায়ের অফিসারদের সনদ প্রদান করায় কমিউনিটির সবার কাছে কৃতঘতা প্রকাশ করেন। উল্লেখ্য প্রথম বারের মত ২০২২-২৩ দুই বার লর্ড মেয়রের মসজিদ পরিদর্শন, হ্যারো রোড এ লাইট পোস্ট এ মসজিদের পথ অনুসরণ সাইন, রামাদান ও ঈদ এ প্রথম বারের মত সিটি অফ ওয়েস্টমিন্সটার শুভেচ্ছা ব্যানার লাইট পোস্ট এ লাগানো হয়.
মন্তব্য করুন