পঞ্চগড় জেলা প্রতিনিধি খাদেমুল ইসলাম
পঞ্চগড়ের বোদা উপজেলায় বালুবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ইব্রাহিম আলী (৬৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাকোয়া ইউনিয়নের সাকোয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে নগর সাকোয়া এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারীর বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি এলাকায়। তিনি ওই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের সাকোয়া শিংপাড়া এলাকায় ভাতিজা হাসান আলীর বাড়িতে বেড়াতে আসেন চাচা ইব্রাহিম আলী। শনিবার সন্ধ্যায় উপজেলার নগর সাকোয়া এলাকায় বোদা-দেবীগঞ্জ মহাসড়ক সংলগ্ন এক মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের তিনি।
পরে বোদা-দেবীগঞ্জ মহাসড়ক পার হতে গিয়ে দেবীগঞ্জমুখী একটি দ্রুতগামী বালুবাহী ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে মহাসড়কে ছিটকে পড়েন তিনি। এসময় ট্রাকের সামনের চাকা তার পেটের ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেন তিনি। পরে বোদা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহায়তায় মরদেহ উদ্ধার করে বোদা থানা পুলিশ।
এদিকে ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি স্থানীয়দের সহায়তায় পুলিশ জব্দ করেছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে এক পথচারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘নিহতের মরদেহের সুরতহাল করা হয়েছে। যেহেতু মৃত্যুর কারণ স্পষ্ট, তাই ময়নাতদন্ত করা হবে না। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন