কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষে সনাতনী ধর্মালম্বীদের সর্ববৃহৎ উৎসব উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ থানা পুলিশের আয়োজনে আইন শৃংখলা সংক্রান্ত বিষয়ে সুধীজনদের সাথে এক মতবিনমিয় সভা মঙ্গলবার দুপুরে কমলগঞ্জ থানা ভবনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো: আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
ঐক্য পরিষদের সভাপতি শংকর লাল সাহা, সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপ পরিদর্শক ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ নেতা শিপ্রাংশু পাল, নারায়ণ মল্লিক সাগর, নারায়ণ পাল, বাবুল মাদ্রাজী, রাজু দত্ত, সমরেন্দু সেনগুপ্ত বুলবুল, সজল কৈরী, রঞ্জিত অধিকারী, দুলাল ছত্রী, নির্মল কুমার সিংহ, পূজামন্ডপ কমিটির নেতা গোপেশ দত্ত, অনন্ত সাহা প্রমুখ।সভায় কমলগঞ্জ উপজেলায় এবারে ১৪৬টি সার্ব্বজনীন ও ১৬টি ব্যক্তিগত পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।
মন্তব্য করুন