নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।
হবিগঞ্জে বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গত ১৯ আগষ্ট পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও ২০ আগষ্ট আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৪ নেতাকর্মীর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেছে আদালত।
রোববার (৮ অক্টোবর) হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হারুনুর রশিদের আদালতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী হাজির হয়ে জামিন আবেদন করেন।
আদালত শুনানী শেষে হবিগঞ্জ জেলা বিএনপির সদস্য মহিবুল ইসলাম শাহীন, জেলা যুবদলের সদস্য সচিব পৌর কাউন্সিলর সফিকুর রহমান সিতু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল হক ইমরান, জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজীব আহমেদ রিংগন, জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম সেলিম, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর টিপু আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি হাফিজুল ইসলাম হাফিজ, সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব, হবিগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক মুর্শেদ আলম সাজন, বিএনপি নেতা মাহবুবুল হক হেলাল, কুমেদ আলী, মাধবপুর উপজেলা বিএনপি নেতা চৌধুরী ফজলে ইমাম সুমন, মনির উদ্দিন পাঠান, জসিম সিকদার, মহিব উল্লাহর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। অন্য আসামীদের জামিন মঞ্জুর করেন।
এদিকে গত ১৯ আগস্ট পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত দুইটি মামলায় জামিন শুনানির জন্য সোমবার ৯ সেপ্টেম্বর হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপি নেতা আলহাজ্ব জি কে গউছ হাজির করা হবে।
বিষয়টি নিশ্চিত করেন আসামীপক্ষের আইনজীবি এডভোকেট আফজাল হোসেন।
মন্তব্য করুন