শব্দকথা প্রকাশন থেকে প্রকাশিত শিল্প সাহিত্য ও সংস্কৃতির ছোটোকাগজ ‘ত্রৈমাসিক শব্দকথা’র বর্ষা সংখ্যা প্রকাশের উদ্যােগ গ্রহণ করা হয়েছে। সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ বলেন, "নতুন ও তরুণ প্রজন্মের লেখকদের উৎসাহিত করতে আমরা নিয়মিত ত্রৈমাসিক শব্দকথা প্রকাশ করে থাকি। বর্ষার দৃষ্টিনন্দিতকে লেখক পাঠকদের কাছে আরও আকর্ষণীয় করতে আমরা বর্ষা সংখ্যা প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আপনার চারপাশের বর্ষার সৌন্দর্যকে রাঙিয়ে তুলুন লিখুনির মাধ্যমে।"
লেখা পাঠানোর বিষয় সমূহ:
কবিতা, ছড়া, গল্প, প্রবন্ধ, ভ্রমণ ফিচার, অনুভূতি, ইতিহাস ও ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, শিশুসাহিত্য, বুক রিভিউ সহ ইত্যাদি বিষয় নিয়ে লেখা পাঠাতে পারেন।
লেখা পাঠানোর নিয়ম:-
⏯️ ই-মেইলে লেখা পাঠানোর ক্ষেত্রে মেইলের সাবজেক্টের ঘরে “ত্রৈমাসিক শব্দকথা বর্ষা সংখ্যা” কথাটি উল্লেখ করতে হবে।
⏯️ লেখার সাথে লেখকের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা, ইমেইল ও মোবাইল নম্বর দিতে হবে।
⏯️ লেখা পাঠানোর শেষ সময় ২০ জুন-২০২৩।
⏯️ লেখার শব্দসংখ্যা সর্বোচ্চ ৭০০ শব্দে হতে হবে। কবিতা সর্বোচ্চ ২০ লাইন।
⏯️ লেখা এমএসওয়ার্ড ফরমেটে হতে হবে এবং ইমেইলে ওয়ার্ড ফাইলটি আপলোড করে পাঠাতে হবে।
⏯️ ‘বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান’ (সম্পাদক : জামিল চৌধুরী) অনুযায়ী শুদ্ধ বানানে লেখা পাঠাতে হবে।
⏯️ নিয়ম মেনে লেখা না পাঠালে বাতিল বলে গণ্য হবে।
⏯️ কোনো লেখা মেসেঞ্জারে পাঠানো যাবে না।
⏯️ লেখা প্রকাশে কোনো শর্ত প্রযোজ্য নয়।
বিঃদ্রঃ পোস্টটি ভালোভাবে পড়ে লেখা পাঠানোর জন্য অনুরোধ রইল।
⏯️লেখা পাঠানোর ঠিকানা:-
মোবাইল:- ০১৮৬১৫৭৫৫১২
মন্তব্য করুন