জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি:
“সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণের পথ পরিক্রমায় স্বাস্থ্য অধিদপ্তরের অধম্যযাত্রা” এই ল্লোগানকে সামনে রেখেরে সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় স্বাস্থ্য ও কল্যাণ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এক র্যালী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল-আজাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত দেব, সহকারী কমিশনার (ভুমি) তনুকা ভৌমিক, থানার অফিসার ইনচার্জ মীর মো: আব্দুন নাসের। র্যালীতে উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মঈন উদ্দীন আলমগীর, মেডিকেল অফিসার (আর.এম.ও) মো: আব্দুল বাতেন, মেডিকেল অফিসার মো: শরীয়ত উল্লাহ্, ডা: মো: ওমর ফারুক, ডা: আয়শা আক্তার সুমি, ডা: মাহমুদুর রহমান, জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো: আহসান আলী, উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল কর্মকর্তা মো: শরিফুল ইসলাম, সার্সিং সুপার ভাইজর নির্লিপ্তা রানী হালদার, সিনিয়র ষ্টাফ নার্স মাসুদ রানা সহ উপজেলা স্বস্থ্য বিভাগের কর্মীবৃন্দ।
র্যালী শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ে দিবস পালনে কেক কাটেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন