নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে।
হবিগঞ্জের চুনারুঘাটে গলায় ফাঁস লাগিয়ে জুয়েল ওরফে ইকবাল আহমেদ (৪০) নামক এক ব্যক্তির আত্নহত্যার খবর পাওয়া গেছে।
রবিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় লাশ উদ্ধার করে সুরতহাল শেষে দুপুর ২ টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার উপজেলার দেওরগাছ ইউনিয়নের ঝুড়িয়া বড় বাড়ি এলাকায় ভোর রাতে কোন একসময় সকলের অগোচরে ঘরের বারান্দায় গলায় রশিদিয়ে আত্মহত্যা করে জুয়েল। নিহত জুয়েল মিয়া ওই এলাকার ছায়েদ মিয়ার পুত্র।
স্থানীয় সুত্র জানায়, জুয়েল মিয়া জীবিকা নির্বাহের জন্য অনেক টাকা পয়সা খরচ করে ভাল বেতনের চাকরির জন্য দুবাই যান। সেখানে (দুবাই) ভাল চাকুরী না পেয়ে ৩ মাস পরই হতাশা নিয়ে দেশে চলে আসেন । বিপুল টাকা খরচ করে ভালো বেতনের চাকরি না পেয়ে দুশ্চিন্তায় পড়েন জুয়েল মিয়া এবং তার পরিবারে অভাব অনটন দেখা দেয়। মাঝেমধ্যে টাকা পয়সা নিয়ে তার স্ত্রীর সাথে ঝগড়া ঝাটি হতো জুয়েলের । সংসারে তার ২ ছেলে ও ১ মেয়ে আছে। শনিবার রাতের কোন একসময় সে আত্নহত্যা করতে পারে বলে ধারণা তাদের। পারিবারিক কলহ নাকি অন্য কোন কারনে জুয়েল আত্নহত্যা করছে কিনা এব্যাপারে তার ভাই স্ত্রী ও স্বজণরা কেউই কোন তথ্য জানাতে পারেনি। সকালে নিজ ঘরের বারান্দায় তীরের সঙ্গে জুয়েলের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা।
চুনারুঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) তরিকুল ইসলাম বিকেল সাড়ে ৪ টায় জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উপস্থিত সকলের সহযোগিতায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে তার স্ত্রীর দাবী জুয়েল মানসিক রোগী এবং সে ওসমানী মেডিকেল হাসপতালের অধীনে চিকিৎসাধীন ছিলেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে ।
মন্তব্য করুন