স্টাফ রিপোর্টারঃ- বগুড়ায় ত্রৈমাসিক শব্দকথা কবি হেলাল হাফিজ সংখ্যার মোড়ক উন্মোচন ও পাঠ আলোচনা অনুষ্ঠিত হয়। গতকাল কবি ও সংগঠক প্রতত সিদ্দিক এর উদ্যােগে আয়োজিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি প্রফেসর মীর আব্দুর রাজজাক, কবি- প্রাবন্ধিক সরকারি আজিজুল হক কলেজের ভাইস প্রিন্সিপাল ( অব:) প্রফেসর খৈয়াম কাদের, প্রাবন্ধিক ও গবেষক ড. এলহাম হোসেন, কবি- সম্পাদক আব্দুল খালেক, কণ্ঠ শিল্পী ও সাহিত্যক আলমগীর হোসেন, কবি- প্রাবন্ধিক ও বাচিক শিল্পী শাহানুর শাহীন, পড়ুয়া লাইব্রেরির সত্ত্বাধিকারী সাইফুল ইসলাম বাদল, আসলাম বেগ প্রমুখ।
পাঠ আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রেম ও দ্রোহের কবি হেলাল হাফিজ বাংলা কবিতার রাজপুত্র। বইয়ের সংখ্যা বা কবিতার সংখ্যা দিয়ে তিনি এগিয়ে না থাকলেও অল্পসংখ্যক কবিতা দিয়েই হাজার হাজার তরুণ-তরুণীদের মনের কোঠায় স্থান করে নিয়েছেন। যা বাংলা সাহিত্যে অনেকটা বিরল বলা যেতে পারে।”
ত্রৈমাসিক শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ বলেন, “কবির প্রতি অগাধ ভালোবাসা ও শ্রদ্ধা থেকেই আমরা কবি হেলাল হাফিজ সংখ্যা প্রকাশ করেছি। যাঁর কবিতা পড়ে আমি কবিতার প্রেমিক হয়েছি, তিনিই কবি হেলাল হাফিজ। বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র কবি হেলাল হাফিজ এর দীর্ঘায়ু কামনা করছি।”
মন্তব্য করুন