পঞ্চগড় প্রতিনিধি ;
পঞ্চগড়ে ৩৮ পিচ ইয়াবা সহ মো; দেলোয়ার (৪৬) ও আলম হোসেন (৩৫) ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়,পঞ্চগড়ের থানা পুলিশের বিশেষ অভিযানে রাতে রবিবার ২এপ্রিল খ্রিঃ সদর থানার এসআই/ মোঃ মাসুদ রানার নেতৃত্বে এস আই/ হ্যামলেট বর্মণ, এএসআই/ সরিফুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স কং/৫৫০ মোঃ মনিরুজ্জামান থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন ০৭ নং হাড়িভাসা ইউপির ফুটকিপাড়া গ্রামস্থ মোঃ দেলোয়ার হোসেন পিতা- মোঃ হান্নান @ হানিফ এর গরুর খামারের ভিতরে দক্ষিণ-পূর্ব কোণে উত্তর দুয়ারী পাঁকা ঘরের ভিতরে অভিযান পরিচালনা কালে ০২/০৪/২০২৩ খ্রিঃ ২২.৩০ ঘটিকায় ১। মোঃ দেলোয়ার হোসেন (৪৬) পিতা- মোঃ হান্নান @ হানিফ, সাং- ফুটকিপাড়ার, থানা পঞ্চগড় সদর , জেলা- পঞ্চগড় ও ২। মোঃ আলম হোসেন(৩৫), পিতা- মোঃ নিজাম উদ্দিন, সাং- পাহাড়বাড়ী, থানা পঞ্চগড় সদর , জেলা- পঞ্চগড়দ্বয়ের হেফাজত হইতে ৩৮ পিচ নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক গ্রেফতার করে। এ সংক্রান্ত সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য করুন