মহিবুর রহমান মুকুল, কমলগঞ্জ থেকে ll
বিশিষ্ট কমিউনিটি ব্যাক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসি, নর্থ লন্ডন আওয়ামীলীগ এর যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশী এসোসিয়েশন যুক্তরাজ্যের চেয়ারম্যান, বৃটেনের মূলধারার রাজনীতি লেবার পার্টির GC member H&K CLP, বিশিষ্ট দানশীল ব্যাক্তিত্ব জনাব শাহীন আহমেদ চৌধুরীকে আব্দুন নুর জাহান চৌধুরী স্কুলে আগমন উপলক্ষে স্কুল পরিচালনা কমিটির পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রধান করা হয়।
অদ্য ২২ মার্চ ২০২৩ ইং দুপুর ১২ ঘটিকার সময় আব্দুন নুর জাহান চৌধুরী স্কুল হল রুমে হাবিবুল ইসলাম ইমনের সঞ্চালনায়, স্কুল গভর্নিং বডির সভাপতি জনাব রিপন ইসলাম ময়নুল এর সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি ছিলেন জনাব শাহীন আহমেদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, জনাব মাহমুদুর রহমান- সাবেক অবসর প্রাপ্ত শিক্ষক, জনাব নিখিল চন্দ্র দেব নাথ- প্রধান শিক্ষক, রাধাগোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দাতা সদস্য স্কুল কমিটি, সজিব দেবনাথ- প্রধান শিক্ষক আব্দুন নুরজাহান চৌধুরী স্কুল।
সংবর্ধিত অতিথি জনাব শাহীন আহমেদ চৌধুরী মুক্তিযুদ্ধের সংগঠক প্রয়াত আব্দুন নূর মাস্টার মহোদয় এবং তিনির স্ত্রীর নামে গড়ে ওঠা শিক্ষা প্রতিষ্ঠানের গল্প শুনে অভিভূত হয়েছেন। প্রয়াত জনাব আব্দুন নূর মাস্টার মহোদয় শিক্ষা থেকে ঝরে যাওয়া এই অঞ্চলের ছাত্র-ছাত্রীদের শিক্ষিত করার উপলব্ধি করেছিলেন। তারই দেখানো পথে শিক্ষা প্রতিষ্ঠান দুর্বার গতি দিয়ে এগিয়ে যাচ্ছে। শাহীন আহমেদ চৌধুরী শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য সহ এই অঞ্চলের সকল মানুষের কৃতজ্ঞতাবোধের প্রশংসা করেন। বলেন, প্রয়াত আব্দুন নূর মাস্টার মহোদয় বেঁচে আছেন তার কর্মে। এই শিক্ষা প্রতিষ্ঠানে একজন বিদ্যোৎসাহী অথবা আজীবন দাতা সদস্য হিসেবে নিজেকে সম্পৃক্ত করার বিষয়টি স্কুল গভর্নিং বডির সাথে আলোচনা করে আনুষ্ঠানিকভাবে জানাবো। কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়মানুবর্তিতা শৃঙ্খলা আত্মবিশ্বাস আমাকে আবেগে আপ্লুত করেছে। ওরা যথাযথভাবে শিক্ষিত হলে দেশ এগিয়ে যাবে, এর দায় আমরা এড়িয়ে যেতে পারি না!
এছাড়াও বক্তব্য রাখেন স্কুলের সম্মানিত শিক্ষক-শিক্ষিকা,পতন ঊষার ইউনিয়ন ছাত্রলীগ সাধারন সম্পাদক শাকিব হোসেন জয়, কমিউনিটি নেতা গিয়াস আল মামুন, ফ্রিল্যান্স ফটোগ্রাফার আব্দুর রাজ্জাক শাদী, স্কুলের ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে সংবর্ধিত অতিথির উদ্দেশ্যে বক্তব্য রাখেন সাজিদা ইয়াসমিন সাদিয়া।
মন্তব্য করুন