স্টাফ রিপোর্টারঃ-
শব্দকথা প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে হাবিব খোকনের বিজ্ঞান মনস্তাত্ত্বিক প্রথম গ্রন্থ ধাঁধার সাথে বিজ্ঞান”। এ গ্রন্থে লেখকের ৩২টি ফিচার ওঠে এসেছে। ফিচারগুলো রসায়ন, পদার্থ ও জীববিজ্ঞান বিষয়ক। নামের সাথে মিল রেখেই লেখক মঁজার মঁজার সব বিজ্ঞান ভিত্তিক ধাঁধা সাথের বিজ্ঞানের জটিল ও রহস্যময় বিষয় গুলোকে সহজেই উপস্থাপন করছেন।
শিশু-কিশোদের পাঠ্যবইয়ে জটিলতম বিষয় গুলো সহজভাবে তুলে ধরেছেন যাতে করে ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভীতি দূর করে আনন্দের সাথে শিখতে পারে। এই বইটি পাঠ্যবইয়ের বিকল্প হিসেবে যেমন কাজ করবে তেমনি শিশু-কিশোরদের বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলবে। বইটিতে রয়েছে মহাবিশ্ব সৃষ্টির বিগ ব্যাং থিউরি, মহাবিশ্বের সবচেয়ে হালকা মৌল হাইড্রোজেনে বিস্তারিত রহস্য, ডায়নাসোরের বিলুপ্তির তথ্য , নিউটনের তৃতীয় সূত্রের রকেটসাইন্স, এলিয়েনের অজানা তথ্য, পদার্থ বিজ্ঞানের আলো, চম্বুক ও বিদ্যুৎ এর ঘটনা প্রবাহ, প্রতিধ্বণি শুনে কি বাদুড়ই পথ চলে? আইনস্টাইনের মগজ চুরির গল্প, তিন হৃদপিণ্ড বিশিষ্ট প্রাণীর প্রাণীবিজ্ঞানের রহস্য সহ এ রকম ৩২টি মজার ধাঁধা সাথে রয়েছে মজার সব বিজ্ঞান। আমরা আশা করছি এই বইটি ধাঁধা রহস্যে সাথে বুদ্ধিবৃত্তিক চর্চাকে আরো একধাপ এগিয়ে নিবে যাবে।
শিশু- কিশোরদের বই হলোও যে কোনো বয়সের মানুষই বইটি পড়ে মঁজা পাবেন। আপনারা পড়ুন আপনাদের স্নেহের ছোটদের বইটি গিফট করুন। বই পড়ার চর্চার মাধ্যমে ইন্টারনেটে বাজে আসক্তি থেকে বর্তমান প্রজন্মকে ফিরিয়ে আনুন। বইটির পরিবেশক দেশের জনপ্রিয় অনলাইন বুকশপ রকমারি ডটকম ও বইফেরী। এছাড়াও বইটি বাতিঘর, পাঠক সমাবেশসহ দেশের অভিজাত লাইব্রেরিতে পাওয়া যাচ্ছে বলে প্রকাশনা সংস্থার সূত্রে জানা যায়।
মন্তব্য করুন