স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালকে হারিয়ে উয়েফা সুপার কাপের চ্যাম্পিয়ন হয়েছে ইংলিশ ক্লাব চেলসি। বুধবার দিবাগত রাতে নর্দার্ন আয়ারল্যান্ডের বেলফাস্টের উইন্ডসর স্টেডিয়ামে টাইব্রেকারে ভিয়ারিয়ালকে ৬-৫ ব্যবধানে হারায় চেলসি।
ম্যাচের ২৭তম মিনিটে হাকিম জিয়েচির গোলে এগিয়ে গিয়েছিল চেলসি। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় থমাস তুখেলের শিষ্যরা। বিরতির পর ম্যাচের ৭৩তম মিনিটে জেরার্ড মরেনোর গোলে সমতা ফেরায় ভিয়ারিয়াল। ১-১ এ শেষ হয় নির্ধারিত ৯০ মিনিটের খেলা।
এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সেই ৩০ মিনিটেও এগিয়ে যেতে পারিনি কোনো দলই। ফলে ম্যাচ টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারেও ম্যাচ সমতায় থাকে, পাঁচটি করে শট কর দুদলই চারটি গোল দেয়। এরপর খেলা গড়ায় সাডেন ডেথে।
সাডেন ডেথে প্রথম শটেই সফল পেনাল্টি নেন চেলসির পুলিসিচ, ভুল করেননি ভিয়ারিয়ালের ফয়েথও। সপ্তম শটে চেলসির অ্যান্টোনিও রুইদেগার গোল করেন। তবে ভিয়ারিয়ালের রাউল আলবিওলের শট ডান দিকে ঝাপিয়ে পরে রক্ষা করেন ১১৯ মিনিটে মাঠে নামা কেপা আরিজাবালাগা। ফলে সাডেন ডেথে ভিয়ারিয়ালকে ৬-৫ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মত ইউরোপা সুপার কাপ জিতে নেয় চেলসি।
মন্তব্য করুন