কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, আওয়ামীলীগ শিক্ষাবান্ধব সরকার। এই সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসেছে। নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে সরকার বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। তিনি রবিবার (৫ ফেব্রুয়ারি) কুলাউড়ার লংলা আধুনিক ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। শফিউল আলম নাদেল বলেন, শিক্ষা ছাড়া কোন জাতির উন্নতি আসতে পারেনা। উন্নত জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধু সার্টিফিকেট অর্জনের জন্য পড়ালেখা করলে চলবে না। প্রত্যেক শিক্ষার্থীকে জীবনের লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যেতে হবে। কারণ মেধাবী শিক্ষার্থীরাই একদিন দেশের কর্ণধার হবে। তিনি শিক্ষার্থীদের দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠার আহবান জানিয়ে বলেন, পড়ালেখায় মনোনিবেশ করুন; দেশকে ভালোবাসুন। দেশের কল্যাণে কাজ করুন। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, যোগ্য নাগরিক হিসেবে এই কলেজের শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দিবে। তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে প্রতি মাসে অন্তত একটি বই পড়ার আহবান জানান।
দুপুর ১২টায় কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান। কলেজের প্রভাষক সমরেশ কুমার দাশ ও গায়ত্রী চক্রবর্তীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, রাউৎগাঁও ইউপি’র চেয়ারম্যান আকবর আলী সোহাগ, কর্মধা ইউপি’র চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ, পৃথিমপাশা ইউপি’র সাবেক চেয়ারম্যান নবাব আলী বাকর খান (হাসনাইন), কলেজ গভর্ণিং বডির সদস্য মো. আব্দুল আজিজ ও এম এ গণি আদর্শ কলেজের অধ্যক্ষ শাহ আলম সরকার।
অন্যদের মাঝে বক্তব্য দেন, কুলাউড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ্, সাবেক ইউপি সদস্য ও পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মনাফ, উপজেলা আওয়ামীলীগের সদস্য নবাব আলী সাজ্জাদ খান, প্রভাষক মো. নাজমুল ইসলাম, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়নুল ইসলাম পংকি, কলেজের সাবেক শিক্ষার্থী সৈয়দ আশফাক হোসেন তানভীর, হাসান আহমদ রুবেল, অনার্স ৩য় বর্ষের ছাত্র নাঈম খান, ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র আলতাফ হোসেন ও একাদশ শ্রেণীর শিক্ষার্থী নাফিসা খানম। শুভেচ্ছা বক্তব্য দেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কাইয়ুম আহমদ। অনুষ্ঠানে কলেজ গভণিং বডির সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।
ক্যাপশন:
কুলাউড়ায় লংলা আধুনিক ডিগ্রী কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কলেজ গভর্ণিং বডির সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেল।
মন্তব্য করুন