পঞ্চগড় জেলা প্রতিনিধি
পঞ্চগড়ে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে আব্দুর রশিদ আরেফিন(৫০) নামে এক বিএনপি কর্মীর
মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির দলটি। শনিবার ২৪ ডিসেম্বর বিকেলে এই ঘটনা ঘটে।
জানা যায়, দলটির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করলে বিএনপি তাতে বাধা দেয় পুলিশ। এ সময় তাদের সাথে পুলিশের সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা ইট-পাটকেল নিক্ষেপ করে। জবাবে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এতে উভয় পক্ষে পুলিশসহ অর্ধশত নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা করেছে, তাদের নেতাকর্মীদের মারধরও করেছে। বিএনপি নেতারা জানান, পুলিশের টিয়ারশেল ও লাঠির আঘাতে বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়ন বিএনপির নেতা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ আরেফিন গুরুতর আহত হন। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পঞ্চগড় পুলিশ সুপার এস, এম, সিরাজুল হুদা পিপিএম জানান, বিএনপির কর্মসুচী চলাকালে পুলিশকে লক্ষ্য করে ইট,পাথর নিক্ষেপ করে এতে টিয়ারশেল ব্যবহার করে পুলিশ,তবে মৃত্যুকারনে তিনি বলেন তার হার্ট সমস্যায় মারা গেছে।
মন্তব্য করুন