ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
বিএসটিআই থেকে মানসনদ না নিয়ে সস তৈরি করার অভিযোগে এম এস ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যামাণ আদালত। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) ঢাকা মহানগরীর কেরানীগঞ্জ মডেল এলাকায় অভিযান পরিচালনা করে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভ্রাম্যামাণ আদালতে বিএসটিআই আইন, ২০১৮ অনুসারে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ অনুসারে আরও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ভ্রাম্যামাণ আদালত বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসিব সরকারের নেতৃত্বে পরিচালিত হয়।
মন্তব্য করুন