স্টাফ রিপোর্টার।
হবিগঞ্জের বানিয়াচংয়ে হাওর রক্ষা বাধ নির্মাণ প্রকল্পের সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
২০২২-২৩ অর্থ বছরের হাওর রক্ষা বাধ নির্মাণ প্রকল্পের স্কিম নির্ধারণ উপজেলা কমিটির সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক, আনোয়ার হোসেন, এরশাদ আলী,শেখ মিজান, হাফেজ শামরুল ইসলাম, সাদিকুর রহমান, নাসির উদ্দীন চৌধুরী, দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুফতি আতাউর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া, উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম বাবুল,কৃষক প্রতিনিধি ও সাবেক ইউপি সদস্য প্রদীপ দাস প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন হাওরের ১৩ টি বাধের প্রকল্প উপস্থাপন করা হয়।
আরও ৪টি বাধের জন্য ১৩ নম্বর মন্দরী ইউনিয়ন ও ৬ নম্বর কাগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুপারিশ করলে ওই নতুন ৪ টি বাধ পর্যবেক্ষণ করে প্রকল্পে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া কুশিয়ারা নদীর কৈয়ারঢালা স্লুইস গেটের বাধ ও কপাটের সংস্কার কাজ শুরু হবে বলেও সভাকে অবহিত করা হয়েছে।
মন্তব্য করুন