তেতুলিয়া প্রতিনিধি;
দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা ও পুলিশ বাহিনীর ওপর হামলার প্রতিবাদে তেতুলিয়ায় উপজেলা জাতীয় শ্রমিকলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর)বিকালে কৃষকলীগের সহ সভাপতি কেন্দ্রীয় নেতা আব্দুল লতিফ তারিন, উপজেলা কৃষকলীগের আহব্বায়ক কমিটির আহব্বায়ক কাজী আনিছুর রহমান,কৃষকলীগের সদস্য সচিব মো; কবির হোসেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহব্বায়ক কমিটির সভাপতি আশরাফ আলী, শ্রমিকলীগের নেতা মো; ইনছান আলীর নেতৃত্বে তেতুলিয়ায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে সারাদেশ ব্যাপী বিএনপির নৈরাজ্য এবং অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় মিছিলটি তেতুলিয়া সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়। মিছিলে ছাত্রলীগের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, জামাত-বি.এন.পি রাজাকার হুশিয়ার সাবধান, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই, এ ধরনের বিভিন্ন স্লোগানের মাধ্যমে জামাত-বি.এন.পি’র দোষরদের হুশিয়ারী সংকেত দেয়া হয়। আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের উপজেলা ও ইউনিয়ন কমিটির দায়িত্বশীল সকল নেতৃবৃন্দের অংশগ্রহণে বিপুল লোকের উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তারা বলেন, দেশে আবারও বিএনপি-জামায়াত নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিজয়ের মাসে তারা একের পর এক অরাজকতা সৃষ্টি করে সাধারণ মানুষের পাশাপাশি বাংলাদেশ পুলিশ বাহিনীর ওপর হামলা ও বোমা ফাটিয়ে পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা চালাচ্ছে। যা কোনভাবেই কাম্য নয়। এখন থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের আর ছাড় দেওয়া হবে না। সবাইকে নিয়েই তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
এসময় উপস্থিত ছিলেন, কেন্দীয় কৃষকলীগের সহ সভাপতি আব্দুল লতিফ তারিন,উপজেলা কৃষকলীগের আহব্বায়ক কাজী আনিছুর রহমান, কৃষকলীগের সদস্য সচিব মো; কবির হোসেন, যুবলীগের যুগ্ন আহব্বায়ক আব্দুল হাকিম,আতাউর রহমান,যুব মহিলা লীগের নেতা মোছা; আকলিমা খাতুন,শ্রমিকলীগের নেতা ইনছান আলী,জাতীয় শ্রমিকলীগের আহব্বায়ক মো; আশরায় বাবু,সদস্য সচিব মিজানুর রহমান মিন্টু, শ্রমিকলীগের যুগ্ন আহব্বায়ক আব্দুল রহমান,ছাত্র লীগের নেতা মো; মোবারক হোসেন, প্রমুখ।
মন্তব্য করুন