জেলা প্রতিনিধি,পঞ্চগড়:
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ১৫ বোতল ফেনসিডিলসহ মো.ফরিদ হোসেন(৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (৯ ডিসেম্বর) রাতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের টহলদল উপজেলার সদর ইউনিয়নের বিড়ালি বাজার এলাকা হতে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারি ফরিদ হোসেনএকই উপজেলার সদর ইউনিয়নের কানকাটা গ্রামের আব্দুর রহিমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের এসআই এসআই তপন কুমার রায় নেতৃত্ব এএসআই ওমর ফারুক,এএসআই আবু তালহাসহ একটি টহল টিম উপজেলার সদর ইউনিয়নের আজিজনগর – শালবাহান বাজার সড়কের বিড়ালি বাজার এলাকার চা বাগানে মধ্যে অবস্থান করে। এসময় ফরিদ হোসেন বিড়ালি বাজার এলাকায় প্রবেশ করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সাইকেল রেখে দৌড়ে পালানোর সময় একটি ব্যাগে ১৫ বোতল কোটিনযুক্ত অবৈধফেন্সিডিলসহ আটক করে পুলিশ । যাহার আনুমানিক মূল্য ১২ হাজার টাকা।পরবর্তীতে তেঁতুলিয়া মডেল থানার এসআই তপন কুমার বাদী হয়ে ওই আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে তেঁতুলিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন,গ্রেফতারকৃত ফরিদ হোসেনের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দায়ের করা হয় এবং তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন