আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ–
নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের জামতলা সামটা ঈদগাহের সমানে ট্রাক সিএনজির সংঘর্ষে পিন্টু রহমান নামে এক সিএনজি যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। সেই সাথে সিএনজিতে থাকা অপর এক যাত্রী আহত হয়েছে। নিহত পিন্টু রহমান (২৭) সে শার্শার বাগআঁচড়া ইউনিয়নের সাত মাইল মোল্ল্যা পাড়া গ্রামের আনসার আলী মোল্ল্যার ছেলে ও আহত যাত্রী বাগআঁচড়া গাজীপাড়ার আবজালের ছেলে সেলিম (২৭)।
শনিবার (১০ই ডিসেম্বর) সন্ধ্যা সাতটার সময় যশোরের শার্শা থানাধীন জামতলা সামটা ঈদগাহ সামনে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
আহত যাত্রী সেলিম জানান, পিন্টু ও আমি নাভারণ থেকে সিএনজি তে করে বাগআঁচড়ার উদ্দেশ্যে আসছিলাম, পথিমধ্যে জামতলা সাসটা ঈদগাহের সামনে আসলে সিএনজি থেকে ছিটকে পরে যায় পিন্টু, তখন সাতক্ষীরা থেকে আসা যশোরগামী একটি ট্রাকে ধাক্কা লেগে ঘটনাস্থালে নিহত হয়।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মামুন ঘটনাটি নিশ্চিত করে বলেন, জেএসএ করে নাভারণ থেকে বাগআঁচড়ায় ফেরার পথে জামতলা সামটার ঈদগাহ এলাকায় পৌছালে জেএসএ (সিএনজি) থেকে ছিটকে পরে গিয়ে ঘটনাস্থানে নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
মন্তব্য করুন