তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ
মেসি-মেসি, আর্জেন্টিনা-আর্জেন্টিনা, ডি-মারিয়া-ডি-মারিয়া, গোল-গোল এ ভাবেই সুনামগঞ্জের রাজপথ শ্লোগানে মুখরিত ছিল ফুটবল প্রেমী আর্জেন্টিনা সমর্থকদের।
বিশ্বজুড়ে ফুটবল উন্মাদনায় বাংলাদেশেও স্বস্ব দলের সমর্থকদের রাত বিরাত কাটে নির্ঘুমে। বিশ্বকাপ ফুটবল আসরে আর্জেন্টিনা ও ব্রাজিল এই দুই দলকে ঘিরেই বাংলাদেশে মূলত যুগ যুগ ধরে চলে আসছে ফুটবল উৎসব। এই উৎসবের অংশ হিসেবে সুনামগঞ্জেও তার কোন কমতি নেই। সুনামগঞ্জের আর্জেন্টিনা সমর্থকদের শক্তি ও সামর্থ্যের জানান দিতে মোটরসাইকেলের বহর নিয়ে শোডাউন করেছে দলটির সমর্থকেরা।
বুধবার শেষ বিকেলে সুনামগঞ্জের ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণ থেকে বিভিন্ন স্লোগান দিতে দিতে পুরো শহর প্রদক্ষিণ করে তারা। শোডাউন উপলক্ষে বিকাল ৩ টা থেকেই একটি দুটি করে কয়েক শতাধিক মোটরসাইকেল উপস্থিত হতে থাকে যাদুঘর প্রাঙ্গণে। জার্সি গায়ে আর্জেন্টিনার পতাকা হাতে উচ্ছ্বাস প্রকাশ করেন তারা। ভূ ভূ বাঁশি আর মোটরসাইকেল হর্ণ শুনে হাত নাড়িয়ে সমর্থন দেন পথচারী আর্জেন্টাইন সমর্থকরাও। শোডাউনটি হোসেন বখত চত্বরে এসে শেষ হয়।
আর্জেন্টিনা সমর্থক সাংবাদিক ফোয়াদ মনি ও মিজানুর রহমান বলেন, সুনামগঞ্জে আর্জেন্টিনা ফুটবল দলের কত সমর্থক তা জানান দেয়ার ও তাদের জন্য মন থেকে দোয়ার জন্য এই আয়োজন। শো ডাউন শেষে বড় পর্দায় খেলা দেখেপোল্যান্ডের জালে আর্জেন্টিনার দুই গোল হলে গভীর রাতে নেচে গেয়ে আনন্দ উল্লাস করেন তারা। এদিকে জেলার, জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা, মধধ্যনগর, দিরাই, শাল্লা সহ সব উপজেলা এমনকি হাওর এলাকার গ্রামে গ্রামেও আর্জেন্টাইন সমর্থকদের উল্লাসের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক, টুইটারে সরব হয়ে ওঠেছে। জামালগঞ্জে আর্জেন্টিনা দলের সমর্থক সাইফুল আবুল উল্যাইয়া বলেন, বিশ্বকাপ ফুটবল আসরে বাংলাদেশে মূলত ব্রাজিল আর্জেন্টিনার সমর্থনেই বেশি। আমার আর্জেন্টিনার খেলার নৈপুণ্যতা ও শৈল্পিকতা খুবই ভালো লাগে তাদের খেলার গুনগত মানে দেখে আর্জেন্টিনা কে সমর্থন করি। আর্জেন্টিনা হচ্ছে ফুটবলের যাদুকর ম্যারাডোনার দেশ তারা আধুনিকতার সাথে খেলে, এ কারনে আমরা আর্জেন্টিনাকে ভালোবাসি, ম্যারাডোনা, মেসি, ডি-মারিয়াদের ভালোবাসি।
মন্তব্য করুন