কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি:
কুলাউড়া উপজেলার ৮নং রাউৎগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ডের নর্তন গ্রামে স্বর্গীয় বিনোদ রাম মালাকারের বাড়ীতে সনাতনী গ্রাম পঞ্চায়েত সমিতি গঠন করার লক্ষে গত ১০ নভেম্বর এক সাধারণ সভা সকাল ১১টায় অনুষ্ঠিত হয়। কৃত্তনীয়া নরেন্দ্র মল্লিকের সভাপতি প্রভাষক সজল মল্লিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রতন চন্দ্র শীল, শিক্ষক জয়ন্ত মালাকার, অমিত চক্রবর্তী, ডা. দিগেন্দ্র মল্লিক, ননী চন্দ্র চন্দ, শিক্ষক দিলীপ মালাকার, নরেন্দ্র মালাকার ও স্বপন দেবনাথ। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কয়ছর আহমদ (সুন্দর), আজিজুর রহমান রুবেল, জলিল মিয়া, ইকবাল হোসেন রিজন, সুবল চন্দ, মান্না দেবনাথ, শিক্ষক অরুন মোহন নাথ ও বেনু মালাকার। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ডা. রঞ্জন মল্লিককে সভাপতি ও প্রভাষক সজল মল্লিককে সাধারণ সম্পাদক, উজ্জল মল্লিককে সাংগঠনিক সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দ অভিনন্দন জ্ঞাপন করেন এবং ফুলের মালা দিয়ে নতুন কমিটির সকলকে বরণ করেন। সভায় আর কোন আলোচনা না থাকায় সভার সমাপ্তি ঘোষনা করা হয়।
মন্তব্য করুন