স্টাফ রিপোর্টার।
বানিয়াচং উপজেলা সদরের ২নং উত্তর-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হায়দারুজ্জামান ধন মিয়ার বিরুদ্ধে বন্দুক দিয়ে পাখি শিকার ও পাচার জনিত কারণে জড়িত থাকার কারণে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’র বরাবরে লিখিত অভিযোগ করেছেন হবিগঞ্জের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী।
বৃহস্পতিবার (২৪নভেম্বর) দুপুরে এই লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ ঘেটে জানা যায়,সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও চিত্র ভাইরাল হলে
বিষয়টি সরেজমিনে তদন্ত করতে ঘটনাস্থলে গতকাল বৃহস্পতিবার রেঞ্জ বন কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরীসহ তার অফিসের পিএম জিয়াউল হক রাজু ও গাড়ি চালক টিপলু দেবকে সাথে নিয়ে সরেজমিনে তদন্ত করতে যান।
স্থানীয়দের বক্তব্য অনুযায়ী ইউপি চেয়ারম্যান ধনমিয়াসহ আরো কয়েকজন পাখি শিকার ও পাচার করছে বলে নাম জানতে পারেন। ঘটনার দিন পাখি শিকারের সময় স্থানীয় জনসাধারণ ইউপি চেয়ারম্যানকে বাধা প্রদান করলেও তিনি তাতেকর্ণপাত না করে পাখি শিকারে লিপ্ত ।
মন্তব্য করুন