আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ–
যশোরের বেনাপোল চেকপোস্টে একটি স্টোর থেকে অবৈধ পথে আসা ভারতীয় মেডিসিন জব্দ করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে চেকপোস্টের একটি স্টোর থেকে ঔষধ গুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, বেনাপোল চেকপোস্টের একটি স্টোরে বিপুল পরিমান ভারতীয় ঔষধ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ঔষধ জব্দ করা হয়। এসময় স্টোর মালিক বেনাপোল পৌরসভার বড়আঁচড়া ৯নং ওয়ার্ডের বাসিন্দা জীবন কুমার (২৪) নামে এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পুলিশ দোকান তল্লাশি করে ১২০০ পাতা আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্টের একটি স্টোর থেকে ১২০০ পাতা ঔষধ জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
মন্তব্য করুন