মাহমুদ হাসান
বড়লেখা প্রতিনিধি::
কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার উদ্যোগে সিলেটের সর্ববৃহৎ মেধাবৃত্তি ‘কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ নভেম্বর সকালে মৌলভীবাজার জেলার বড়লেখা, কমলগঞ্জ, কুলাউড়া, জুড়ী ও শ্রীমঙ্গল উপজেলায় মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মেধাবৃত্তি পরীক্ষায় জেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার ৪র্থ শ্রেণী থেকে ১০ম শ্রেণীর প্রায় পাঁচ হাজার তিনশোজন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
কিশোরকন্ঠ ফাউন্ডেশনের জেলা চেয়ারম্যান ফারুক আহমদ মঞ্জু জানান, কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার উদ্যোগে আয়োজিত এই মেধাবৃত্তি পরীক্ষার মাধ্যমে নগদ তিন লক্ষ টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এছাড়া সর্বোচ্চ নাম্বারপ্রাপ্ত শিক্ষার্থীর জন্য রয়েছে একটি ল্যাপটপ।
মেধাবৃত্তি পরীক্ষা চলাকালে হল পরিদর্শন করেন মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, ইউনিয়ন চেয়ারম্যান, শিক্ষানুরাগী এবং কিশোরকন্ঠ পাঠক ফোরামের উপদেষ্টাবৃন্দরা।
এছাড়াও কিশোরকন্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার জেলার চেয়ারম্যান ফারুক আহমেদ মঞ্জু ও জেলার ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ এর তত্বাবধানে চলে এই সর্ববৃহৎ পরীক্ষা কার্যক্রম। এছাড়া সার্বিক পরিচালনায় ছিলেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম মৌলভীবাজার এর উপজেলার পরিচালকবৃন্দ, সহকারী পরিচালকবৃন্দ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ এতে সার্বিক সহোযোগিতা করেন।
শীঘ্রই ফলাফল ঘোষণা করে বৃত্তিপ্রাপ্তদের বৃত্তি প্রদান করা হবে বলে জানান সংশ্লীষ্টরা।
মন্তব্য করুন