ঢাকায় যুব মহাসমাবেশ সফল করতে কমলগঞ্জে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা
দ্যা সিলেট পোস্ট
প্রকাশের সময় : নভেম্বর ১০, ২০২২, ১১:২৬ অপরাহ্ন /
০
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ
শুক্রবার (১১ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার ৫০ বছর পুর্তি সুবর্ণজয়ন্তী উপলক্ষে যুব মহাসমাবেশ সফল করতে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা যুবলীগের উদ্যোগে বর্ণাঢ্য
শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো. জুয়েল আহমেদের নেতৃত্বে হাজারো নেতাকর্মী ও সমর্থক এ শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা শেষে সমাবেশে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আব্দুল মালিক বাবুল, যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, আলীনগর ইউপি চেয়ারম্যান নিয়াজ মুর্শেদ রাজু, সদস্য আবুল কালাম, আনোয়ার পারভেজ আলাল, মোস্তাফিজুর রহমান, যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মসুদ আহমেদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইমতিয়াজ আহমেদ রিপুল, যুবলীগ নেতা ইউপি সদস্য বুলবুল আহমেদ মধু প্রমুখ।
আপনার মতামত লিখুন :