আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ–
যশোরের শার্শায় বাগান পরিস্কার করতে গিয়ে পরিত্যক্ত ককটেল বোমা বিস্ফোরণে দাউদ হোসেন নামে এক শ্রমিক মারাত্মক আহত হয়েছেন। এ ঘটনার পর আহত দাউদকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২ নভেম্বর) সকালে উপজেলা শ্যামলাগাছি গ্রামে ইউপি সদস্য আতিয়ার রহমানের বাড়ীর পাশে এ ঘটনাটি ঘটে। আহত দাউদ ওই গ্রামের মুস্তাক আহম্মেদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাউদ এদিন সকালে ইউপি সদস্য আতিয়ার রহমানের বাড়ীতে শ্রমিকের কাজ করছিলেন বাড়ির পাশে বাগান পরিস্কার করতে যায় । এসময় হঠাৎ ওই বাগানে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে। এসময় ওই বোমার স্প্রিন্টারে তার কান ও পিঠ ঝলসে যায়।
বর্তমানে তিনি যশোর ২৫০ শয্যা জেনালের হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুর রশিদ জানান, বোমার স্প্রিন্টারে তার কান ও পিঠ ঝলছে গেছে।
এব্যাপারে শার্শা থানার এসআই সিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, শ্যামলাগাছি গ্রামে ইউপি সদস্য আতিয়ার রহমানের বাড়ীর পাশে এ ঘটনাটি ঘটে। বাগান পরিস্কার করতে যায় দাউদ হোসেন নামে এক শ্রমিক পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ককটেল বোমার বিস্ফোরণ ঘটে মারাত্মক আহত হয়েছেন।
মন্তব্য করুন