মোতাব্বির হোসেন, স্টাফ রিপোর্টার।
হবিগঞ্জের বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে-২০২২ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে থানা চত্বরে আয়োজিত সভায় প্রধান অতিথি হবিগঞ্জ ২আসনের (বানিয়াচং জমিরীগঞ্জের) সংসদ সদস্য প্যানেল স্পিকার এডভোকেট আব্দুল মজিদ খান। সভায় এডঃ আব্দুল মজিদ খান এমপি বলেন, অপরাধ নির্মূলে দিন-রাত অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কাজ করছে কমিউনিটি পুলিশ।
কমিউনিটি পুলিশিং জনগণের সাথে পুলিশের আস্থার সেতুবন্ধন তৈরী করে কাজ করে যাচ্ছে।
সমাজে বিভিন্ন ধরনের অপরাধের প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া, জনগণকে সচেতন করা,আইনি সহায়তা দেওয়া এবং পুলিশ ও জনগণের সম্পৃক্ততা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছে কমিউনিটি পুলিশ।সমাজ থেকে অন্যায়,আনাচার, মাদক,জঙ্গিবাদ, গুজব দূরীভূত করতে হলে কমিউনটি পুলিশিং কাজ চলমান রাখতে হবে।সবাইকে মন মানুষিকতা পরিবর্তন করে পুলিশকে নিজের আপন মানুষ হিসেবে গ্রহণ করতে হবে।তাহলে সঠিক সুন্দর সমাজ গড়ে উঠবে বলে তার বক্তব্য তুলে ধরেন।
এছাড়াও যেকোন ধরনের অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছে পুলিশ-এডভোকেট আব্দুল মজিদ খান এমপি।।
মন্তব্য করুন