খাদেমুল ইসলাম তেতুলিয়া ( পঞ্চগড়) থেকে:
হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব শারদীয়া দূর্গা পুজা ও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চতুদের্শীয় বাংলাবান্ধা স্থলবন্দ ১০ দিন, আমদানী রপ্তানি বন্ধ থাকার পর কার্য্যাক্রম শুরু হয়েছে। এব্যাপারে বাংলাবান্ধা সিএন্ড এফ আমদানী রপ্তানি ব্যবসাহী গ্রুপের সাধারন সম্পাদক ও ইউপি চেয়াম্যান কুদরতি খুদা মিলন বিষয়টি নিশ্চিত করেন,
সরকারি ছুটি থাকায় দেশের একমাত্র স্থলবন্দর (বাংলাদেশ,ভারত,নেপাল ও ভূটান) বাংলাবান্ধা-ফুলবাড়ি বন্দর দিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর রবিবার পর্যন্ত দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বন্ধ ঘোষনা পর ১০ অক্টবর সোমবার সকালে আমদানী রপ্তানি শুরু হয়েছে।পাশাপাশি বাংলাবান্ধা স্থলবন্দর কার্যক্রম ও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে
সকাল থেকে এ পথে আমদানি-রফতানি বাণিজ্য চলছে বলে বন্দর সংশ্লিষ্টরা জানান।
ভারতের ফুলবাড়ি সিএন্ডএফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক জমির বাদশার স্বাক্ষরিত এক চিঠিতে শারদীয়া দুর্গা পুজা উপলক্ষে ভারতে সরকারী ছুটি থাকায় বন্দরের সব কাজকর্ম বন্ধ ঘোষনা হয়।
এব্যাপারে বাংলাবান্ধা স্থলবন্দরের পোর্ট ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, পূজা উপলক্ষ্যে শুক্রবার থেকে
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ১০ দিন বন্ধ ছিলো আজ সোমবার সকাল থেকে শুরু হয়েছে।
ভুটান- ভারত থেকে পন্যবাহী ট্রাক বন্দরে এসেছে ৭৬ টি বলে জানান।
মন্তব্য করুন