আঃজলিল, স্টাফ রিপোর্টারঃ–
যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়নের কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ব্রাক মাদ্রাসা শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের কে কভিড ১৯ভ্যাকসিন টিকা প্রদান করা হয়।
ইংরেজি ১১/১০/২২ তাং মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় কুলবাড়ীয়া সরকারি প্রাথমি বিদ্যালয়ের শ্রেনী কক্ষে শিশু শ্রেনী থেকে শুরু করে ৫ম শ্রেনী শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের কভিড ১৯ ভ্যাকসিন টিকা প্রদান করা হয়েছে।
কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদয়ালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃশাহরিয়ার জানান মোট ৩৪৭ জন শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের কভিট ১৯ভাকসিন টিকা প্রদান করা হবে,তার মধ্যে কুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিঃয়ের ৩১০জন ছাত্র ছাত্রী।ছাত্রী ১৬৬ জন ছাত্র ১৪৪জন অপার দিকে ব্রাকের ২৪জন মাদ্রাসার ১৩জন মোট ৩৪৭ জনের সমন্নয়ে ছাত্র ছাত্রীদের কে ভ্যাকসিন টিকা দেওয়া হবে।তার মধ্যে ২৮৬ জন ছাত্র ছাত্রীদের কে ভ্যাকসিন টিকা প্রদান করা হয়।বাকী গুলো অনুপস্থিত থাকার কারনে দেওয়া সম্ভব হয়নাই।
এ বিষয়ে ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের এ,এইচ,আর হেলথের সহকারী পরিদর্শক রহিমা খাতুন কভিড ১৯ভাকসিন ঠিকা প্রদান প্রসঙ্গে বলেন এই টিকাতে কোন রকম অসুবিধা নেই।তাই সরকারের দেওয়া এই কভিড ১৯ ভ্যাকসিন স্কুলের শিক্ষার্থী ছাত্র ছাত্রীদেরকে অবশ্যই প্রদান করা উচিত। যাতে করোনা ভাইরাসের মত মহামারী রোগ যেন কোমল মতি ছাত্র ছাত্রীদেরকে স্পর্শ করতে না পারে।
মন্তব্য করুন