স্টাফ রিপোর্টার।।
হবিগঞ্জের বানিয়াচংয়ে পাগলা শিয়ালের কামড়ে ৭ জন নারী-পুরুষ আহত হয়েছেন। মঙ্গলবার(১১ অক্টোবর)রাত ৮.টায় উপজেলার ১নং ইউনিয়ন ও ৪নং ইউনিয়নের পৃথক দুটি এলাকায় এঘটনা ঘটে।
শিয়ালের কামড়ে আহতরা হলেন,স্থানীয় ১নং ইউনিয়নের হারুন রশিদ মিয়ার পুত্র রিয়াজ মিয়া(১৪),ভাদাউরি গ্রামের মাহিন মিয়া(১৩),চতুরঙ্গ রায়ের পাড়া গ্রামের জহুর উদ্দিনের পুত্র জুনেদ মিয়া (৪৫),৪নং ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের শ্রীকান্ত দেবের স্ত্রী উর্মিলা দেব(৫৫),শাকিল মিয়া (২৫),আব্দাল মিয়া(৬০) এবং শাহেনা বেগম(৪৫)।প্রত্যেকেই বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা গ্রহন করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়,বানিয়াচং উপজেলার বিভিন্ন এলাকায় শিয়ালের উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।রাত হলেই ঝোঁপঝাড় থেকে লোকালয়ে বেড়িয়ে আসছে সকল জঙ্গলি শিয়াল।একা কোন মানুষ রাস্তা দিয়ে চলাচল করলে শিয়ালের হামলার শিকার হচ্ছেন।আজও পৃথক দুটি এলাকায় লোকজনকে একা পেয়ে হামলা চালায় পাগলা শিয়ালের দল।
এব্যাপারে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সের ইউ এইচও ডাঃ শামীমা আক্তার জানান, শিয়ালে কামড়ানো প্রত্যেককে চিকিৎসা দেয়া প্রদান করা হয়েছে।সবাইকে সতর্কতা অবলম্বন করে চলার আহবান জানান তিনি।
মন্তব্য করুন