হবিগঞ্জ প্রতিনিধি ॥
সাংবাদিকদের সাথে শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদের এক মতবিনিময় সভায় বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে মাধবপুরে প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন শায়েস্তাগঞ্জের হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ সালেহ আহমেদ। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল, সাধারণ মানুষ যাতে নিরাপদ এবং নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেজন্য হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে দায়িত্ব পালন করছে। শায়েস্তাগঞ্জের হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি কোনরকম আইন বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে তাকে জানানোর অনুরোধ করেন। তিনি বলেন, মহাসড়কের দুর্ঘটনায় বেশিরভাগ কারণই হচ্ছে থ্রি হুইলার এর ব্যবহার। আমরা এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিকদের জানান আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। তিনি তাদের সমস্ত কর্মকাণ্ড সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন । এ সময় বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রুকন উদ্দিন লস্কর, আলাউদ্দিন আল রনি, আইয়ুব খান, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সাংবাদিক সানাউল হক শামীম, একরামুল আলম লেবু, যুগ্ন সাধারণ সম্পাদক আলমগীর কবির সহ প্রমূখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন