মনসুর আহমেদ, হবিগঞ্জ ব্যুরো।।
আগামী ৩ জুন হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনকে ঘিরে হবিগঞ্জ পৌর শহরে নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। এই সম্মেলনে সভাপতি হিসেবে মোঃ আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে আশুতোষ অধিকারী শংকর এর নাম আলোচনায় রয়েছে। দু’জনই দলের ত্যাগী নেতা। দলের তৃণমূলে রয়েছে তাদের ব্যাপক জনপ্রিয়তা।
এবিষয়ে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আব্দুর রহমান বলেন, “দলের একটি সংকটময় মুহূর্তে আমাকে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সামনে পৌর আওয়ামী লীগের কাউন্সিল হলেও এই মুহুর্তে কাউন্সিলে নিজের প্রার্থীতা নিয়ে ভাবছি না। তবে ভোটাররা চাইলে আমি সভাপতি পদে প্রার্থী হব।”
এবিষয়ে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশুতোষ অধিকারী শংকর বলেন, “আমার ইচ্ছে আছে পৌর আওয়ামী লীগের আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ার। দলের জন্য আমি যেকোনো সময় ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছি। অতীতেও আমি দলের জন্য অনেক হামলা ও নির্যাতনের শিকার হয়ছি। কিন্তু বঙ্গবন্ধু ও দলের আদর্শ ত্যাগ করেনি। কারণ আমার রক্তে মিশে আছে জয় বাংলা। তাই কোন পদ না থাকলেও দল ছাড়তে পারবোনা। দলের জন্য আজীবন কাজ করে যাব। দলের জন্য আমি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও অতীতে দল থেকে আমাকে সঠিক মূল্যায়ন করা হয়নি।কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ আমাকে মূল্যায়ন ও সম্মানিত করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং দলীয় নেতা কর্মীদের সমর্থন ও সহযোগিতা নিয়ে আগামী কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করছি।”
উল্লেখ, দলীয় শৃঙ্খলা ভেঙে বিগত নির্বাচনে প্রার্থী হওয়ায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পৌর আওয়ামী লীগের সভাপতি নীলাদ্রি শেখর পুরকায়স্থ টিটু ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামকে দলীয় পদ অব্যাহিত দেওয়া হয়
মন্তব্য করুন