ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইউটিউবে ভিডিও দেখে ‘বোমা’ তৈরির চেষ্টাকালে তিন শিশু আহত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার দোহালিয়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামসংলগ্ন সুরমা নদীর তীরে ঘটনাটি ঘটে।
আহতরা হলো- ওই গ্রামের আব্দুল আজিজের মেয়ে সাইদা বেগম (৯), সাইমা বেগম (৭) ও গৌছ আলীর মেয়ে নুহা বেগম (৭)। তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুরে কাঞ্চনপুর গ্রামের কর্নাল মিয়ার ছেলে আরিফ আহমদ (১২) সুরমা নদীর তীরে বসে মোবাইলে ইউটিউবে বোমা ফাটানোর দৃশ্য অনুসরণ করছিল। এ সময় কৌতুহলবশত বিস্ফোরক জাতীয় দ্রব্য দিয়ে সে নিজে বোমা তৈরির চেষ্টা করছিল। তখন প্রতিবেশী ওই তিন শিশু তা দেখছিল।
প্লাস্টিকের বোতলে দাহ্য পদার্থ ঢোকানো মাত্রই বিস্ফোরিত হয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই তিন শিশু। তাদের মধ্যে সাইদা ও সাইমার অবস্থা গুরুতর।
দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর ঘটনা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে।
মন্তব্য করুন