সিলেট প্রতিনিধিঃ
সিলেট নজরুল পরিষদের আয়োজনে বাংলাদেশের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে ২৫ মে বুধবার সকাল সাড়ে ৮টায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে জাতীয় কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
এসময় শ্রদ্ধা নিবেদন করেন আয়োজক সংগঠন সিলেট নজরুল পরিষদ, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেট, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেট, নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেট বিভাগ, সিলেট ললিতকলা একাডেমি, উর্বশী আবৃত্তি পরিষদ সিলেটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনায় অংশগ্রহন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিনিয়র সাংবাদিক আল আজাদ, নজরুল সংগীত শিল্পী পরিষদ সিলেট বিভাগের সভাপতি হিমাংশু বিশ্বাস, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতিমন্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় প্রতিনিধি ও কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, চিত্রশিল্পী সমন্বয় পরিষদের সদস্য সচিব শামসুল বাসিত শেরো, সিলেট ললিতকলা একাডেমির পরিচালক বিপ্রদাস ভট্টাচার্য, সিলেট নজরুল পরিষদের আহবায়ক আমিরুল ইসলাম বাবু ও সদস্য সচিব নীলাঞ্জন দাশ টুকু। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।
অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন