ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
দেশে বিগত সময়ে বিভিন্ন খাতে অনেক পরিবর্তন হলেও ১৬৭টি চা বাগানের প্রায় ২০ লাখ চা জনগোষ্ঠীর জীবনমানের তেমন উন্নয়ন হয়নি। তাদের জীবিকার অন্যতম হচ্ছে চা বাগানে কাজ করা। যেখানে দেশের সব শ্রেণীর শ্রমিকের মজুরী কিংবা বেতন বাড়ছে সেখানে চা শ্রমিকদের মজুরী বাড়ছে না।
গত ১৫ বছরে চা শ্রমিকের দৈনিক মজুরী বেড়েছে মাত্র ৮৮ টাকা। আর বর্তমান সরকারের ১৪ বছরের হিসেবে তা মাত্র ৭২ টাকা। বাগানের বাইরে যেখানে শ্রমিকের মজুরী ৩শ থেকে প্রকারভেদে ৮শ টাকা, সেখানে চা শ্রমিকের মজুরী মাত্র ১২০ টাকা।
এ অবস্থায় দেশের ক্রমবর্ধমান উন্নয়নে চা শ্রমিকদের ভূমিকা রাখার কোন সুযোগ নেই। বরং একটি জনগোষ্ঠী পিছিযে থেকে দেশের উন্নয়ন তো কল্পনাই করা যায়না।
২০ মে চা শ্রমিক দিবস। যুগ যুগ ধরে চা শ্রমিকরা দিবসটি পালন করে আসছে এবং তাদের দাবি ধাওয়া তুলে ধরছে। এবারও ভ্যালীর সকল চা বাগানে দিবসটি পালিত হচ্ছে।
এর মধ্যে দেউন্দি চা বাগানে দুদিন ব্যাপী চা শ্রমিক দিবসের নানা কর্মসূচি রযেছে। সেখানে কেন্দ্রীয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাট্য বিভাগের চেয়ারম্যানসহ অনেকেই অতিথি হিসেবে আসবেন।
চা শ্রমিকরা এবার ভূমি অধিকার ও চা শ্রমিক দিবসের স্বীকৃতি, মজুরী বৃদ্ধিসহ ১১ দফা দাবি ঘোষণা করেছে। বাস্তবে এসব দাবি মালিকপক্ষ কতটুকু পালন করেন, দৈনিক ১২০টাকা হাজিরাই তা প্রমাণ করে।
চা বাগানের মজুরী দৈনিক ১২০ টাকা হলেও বাগানের বাইরে তারা কাজ করে পান ৩’শ থেকে ৫’শ টাকা। একই শ্রমিকের মজুরী দু’জায়গায় দুরকম হওয়ায় শ্রমিকের মজুরী নিয়েও রয়েছে নানা বৈষম্য। প্রশ্ন জাগে চা শ্রমিকরা আর কতকাল এ বঞ্চনার শিকার হবেন?
এ অবস্থা যুগ যুগ ধরেই চলে আসায় মালিকের শোষন থেকে মুক্ত হতে পারছেন না ভূমি অধিকার না থাকার কারণে। এহেন অবস্থায় চা শ্রমিকরা নতুন করে দাবি তুলেছে তাদের ভূমি অধিকার নিয়ে।
সারা দেশের ১৬৭টি চা বাগানের মধ্যে ৭টি ভ্যালীতে ১ লাখ ২৪ হাজার চা শ্রমিক কাজ করছে। চা শ্রমিকরা চা বাগানের অভ্যন্তরে ও বাইরে হাড়ভাঙ্গা পরিশ্রম করে জীবিকা নির্বাহ করছে।
নানা আন্দোলনের পর ২০০৫ সালে প্রথম চা শ্রমিকের মজুরী ৩২ টাকা থেকে বেড়ে ৪৮ টাকা করা হয়। এর পর ২০১২ সালে বর্তমান এসে তা বাড়িয়ে করে ৬৫ টাকা। ২০১৫ সালে এসে শ্রমিকদের মজুরী দাড়ায় ৭৯ টাকায়। আর ২০১৭ সালের জানুয়ারী থেকে শ্রমিকদের মজুরী বেড়ে দাড়ায় ৮৫ টাকায়।
২০১৯ সালের জানুয়ারী থেকে শ্রমিকদের মজুরী বেড়ে দাড়ায় ১০২ টাকা। ২০২০ সালে তা বেড়ে দাড়ায় ১২০ টাকা। যা বর্তমানে শ্রমিকরা পাচ্ছে।
চা শ্রমিকদের দীর্ঘ দিনের আন্দোলন আর দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার তাদের দুটি বোনাস দিয়েছে। দূর্গাপুজা এবং দোল পুর্নিমা (দুল প্রজা বা ফাগুয়া উৎসব) তাদের দুটি বোনাস হিসেবে দেওয়া হচ্ছে মাত্র ৪ হাজার ২শ ৫০ টাকা। তাও সঠিক ভাবে দেওয়া হচ্ছে। তারা এ বোনাস বাড়ানোরও দাবি জানিয়ে আসছে।
মন্তব্য করুন