ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
মাগুরার মহম্মদপুরে দুটি মেছো বাঘের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তেলিপুকুর গ্রামের ঘোঁপ বাওড় মাঠের ধানক্ষেত থেকে ধানকাটা শ্রমিক ও এলাকার যুবকরা বাঘের বাচ্চা দুটি উদ্ধার করেন।
এ সময় বাচ্চা দুটি আঘাতপ্রাপ্ত হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের হস্তক্ষেপে উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
স্থানীয়রা জানান, মহম্মদপুর উপজেলা সদরের তেলিপুকুর গ্রামের ঘোঁপ বাওড় মাঠে শ্রমিকরা ক্ষেতে ধান কাটছিলেন। এ সময় মেছো বাঘের বাচ্চা দুটি দেখতে পান। মানুষের উপস্থিতি বুঝতে পেরে বাচ্চা দুটি ছুটে পালানোর চেষ্টা করে। এ সময় শ্রমিকরা ধাওয়া করলে দৌড়াতে শুরু করে বাচ্চা দুটো। এ সময় বাচ্চা দুটি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলে আটক করতে সক্ষম হন স্থানীয়রা।
পরে এলাকাবাসী মহম্মদপুর উপজেলা প্রশাসন, স্থানীয় থানা পুলিশ ও প্রাণিসম্পদ কর্মকর্তাকে খবর দিলে মেছো বাঘের বাচ্চা দুটি উদ্ধার করেন।
এর আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল আক্তার কাফুর উজ্জ্বল ও সদস্য অলিদ মোল্যাকে খবর দেন এলাকাবাসী।
উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেছো বাঘের বাচ্চা দুটি উদ্ধারের পর বনবিভাগকে জানানো হয়েছে। দ্রুতই তাদের কাছে হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন