কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব মিছবাহুর রহমান ও কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয় অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, লেখক-গবেষখ রসময় মোহান্তকে সংবর্ধনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশকে শান্তিপ্রিয়, দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে কমলগঞ্জ উপজেলার বিদ্যমান গ্রামসমূহে অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (৭ মে) বিকাল ৫টায় আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা দক্ষিণ মন্ডপে বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট এএসএম আজাদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, জেলা পরিষদের সাবেক সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আনন্দ মোহন সিংহ, এডভোকেট চাঁদ মুরারী সিংহ, বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সভাপতি পিডিশন প্রধান, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মণিপুরি সাংস্কৃতিক পরিষদের সভাপতি চন্দ্রকীর্তি সিংহ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মণিপুরি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী সচিব সমরজিত সিংহ।
সাংস্কৃতিক কর্মী নির্মল এস পলাশের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া রহমান, নিরঞ্জন দেব, নিখিল সিংহ, রুপেন্দ্র সিংহ, ব্রজমোহন সিংহ, সুজিতা সিনহা, চা শ্রমিক নেত্রী গীতা রানী কানু প্রমুখ।
মন্তব্য করুন