নূরুজ্জামান ফারুকী হবিগঞ্জ থেকে:
হবিগঞ্জের চুনারুঘাটে একটি খামারে দুর্বৃত্তরা বিষ প্রয়োগ করে ৪ হাজার ৮ শটি মুরগি মেরে ফেলেছে বলে অভিযোগ উঠেছে।
এঘটনায় বুধবার (২৭ এপ্রিল) চুনারুঘাট থানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন খামারের মালিক আব্দুল আউয়াল দুপরাজ। আউয়াল উপজেলার গাজিপুর ইউনিয়নের ছনখলা গ্রামের মৃত আব্দুল হাসিমের পুত্র। লিখিত অভিযোগ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, উপজেলার ছনখলা গ্রামের আব্দুল আউয়াল প্রায় ১৬ থেকে ১৭ বছর ধরে বাড়ির পাশে প্রায় ৫০ শতক জমির ওপর পোলট্রি ফার্ম মুরগির খামার গড়ে তোলেন। তাঁর খামারে সোনালী জাতের প্রায় ৪ হাজার ৮শ মুরগি ছিল। অন্যান্য দিনের মতো গত ২৪ এপ্রিল রাত ১১টার দিকে খামারের মুরগি পরিচর্যা করে আব্দুল আউয়াল নিজ বাড়িতে যান। পরে রাত দেড়টার দিকে খামারে গিয়ে দেখেন তাঁর সকল মুরগি মরে পড়ে আছে। এ ঘটনায় আজ বুধবার বিকেলের দিকে আব্দুল আউয়াল বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এবিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন