ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেছেন, চিকিৎসা ক্ষেত্রে শেখ হাসিনা সরকার যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। মহামারি করোনাকালীন চিকিৎসা ক্ষেত্রে সরকারের ব্যাপক সুযোগ-সুবিধা থাকায় দেশের নাগরিকরা চিকিৎসাসেবা নিতে পেরেছেন।
শুক্রবার সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের কার্যক্রম পরিদর্শন ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এমএ আহবাব। যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিনের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক লোকমান আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাবেক এমপি সৈয়দা জেবুন্নেছা হক, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ প্রমুখ।
সভায় মন্ত্রী বলেন, ডায়াবেটিস জটিল রোগ হলেও সচেতনতা ও নিয়মিত ওষুধ সেবনের মাধ্যমে সুস্থ থাকা সম্ভব। তিনি আন্তরিকতার সঙ্গে ডায়াবেটিক হাসপাতালের কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। পাশাপাশি তিনি হাসপাতালের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
মন্তব্য করুন