খাদেমুল ইসলাম তেতুলিয়া থেকে
পঞ্চগড় তেতুলিয়ায় আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হলো ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২২। সকাল ১০.০০ টায় দেবনগর বধ্যভূমি প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পন শেষে ২৫ মার্চ গণহত্যা দিবস সর্ম্পকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বাদ জোহর এবং দিনের সুবিধাজনক সময়ে ২৫ মার্চ , ১৯৭১ রাতে নিহতদের স্মরণে বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৭.০০ টায় তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের তেঁতুলতলায় মোমবাতি প্রজ্জলন করা হয়। এর পর সন্ধ্যা ৭.৩০ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে উন্মুক্ত মঞ্চে গণহত্যা ও মুক্তিযুদ্ধ বিষয়ক গীতিনাট্য/সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাত ৯.০০ থেকে ৯.০১ মিনিট পর্যন্ত প্রতীকী ব্ল্যাক আউট ০১ (এক) মিনিটের জন্য ।
উপজেলা প্রশাসন কর্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান, কাজী মাহমুদুর রহমান, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব ইয়াছিন আলী মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদদের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা কাজী মাহবুবুর রহামান, সহকারী কমিশনার(ভূমি) জনাব শেখ জাবের আহমেদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মো. আবু সায়েম মিয়া, উপজেলা কৃষি অফিসার জনাব জাহাঙ্গীর আলম, উপজেলা সমাজসেবা অফিসার জনাব শাহ মো. আল আমীন, উপজেলা শিক্ষা অফিসার মো. মোস্তাফিজুর রহমান, ,০৭টি ইউনিয়ন থেকে আগত বীরমুক্তিযোদ্ধাগণ, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ। আরও উপস্থিত ছিলেন- উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রী স্থানীয় সুধিজন, সমাজসেবী, বিভিন্ন বেসরকারি সংস্থার ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করুন