ডেস্ক রিপোর্ট। দি সিলেট পোস্ট।
বরিশালের গৌরনদীতে সুদের টাকার জন্য জনসম্মুখে বসে লাঞ্ছিত ও বসত ঘরে তালাবন্ধের হুমকি দেওয়ায় অপমান সইতে না পেরে বিমল বাছার (৩৫) নামের তিন সন্তানের জনক আত্মহত্যা করেছেন।
শুক্রবার রাতে উপজেলার উত্তর ধানডোবা গ্রামে তিনি বিষপান করেন। শনিবার রাতে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
বিমল ওই গ্রামের মৃত শ্রী চরন বাছারের ছেলে। ঘটনার পরপরই গ্রাম্য সুদি মহাজন সোহেল চৌকিদার সপরিবার আত্মগোপন করেছে।
বিমলের বড় ভাই বাবুল বাছার জানান, করোনার সময় কাজ না পেয়ে তার সহোদর ভাই দিনমজুর বিমল বাছার চড়া সুদে টাকা নেয় একই গ্রামের সুদি মহাজন সোহেল চৌকিদারের কাছ থেকে। শুক্রবার রাতে সেই টাকার জন্য সহযোগীদের নিয়ে বিমলের বাড়িতে যায় সোহেল। এ সময় বিমলকে লাঞ্ছিত করে ও পরিবারের সদস্যদের অশ্লীল ভাষায় গালাগাল করে বসতঘরে তালা দেয়ার হুমকি দেয় সোহেল।
বাবুল বাছার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমাদের সামনে লাঞ্ছিত ও অশ্লীল ভাষায় গালিগালাজের অপমান সইতে না পেরে আমার ভাই বিমল ওইদিন গভীর রাতে বিষপান করেন। মুমূর্ষু অবস্থায় বিমলকে ওইদিন রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে বিমল মারা যায়।
অভিযুক্ত সোহেল চৌকিদারের বক্তব্য নেয়ার জন্য একাধিকবার তার মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তাদের বাড়িতেও কাউকে পাওয়া যায়নি।
গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন বলেন, পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন